ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জের শর্তাবলী
📦 ডেলিভারি চার্জ
  • ১০০০ টাকার নিচে অর্ডারে: ৪০ টাকা ডেলিভারি চার্জ।
  • ১০০০ টাকার উপরে অর্ডারে: ডেলিভারি চার্জ ফ্রি।

রিটার্ন পলিসি

⚠️ গুরুত্বপূর্ণ: ডেলিভারি এক্সিকিউটিভ থাকা অবস্থায় ইনভয়েসের সাথে মিলিয়ে সকল ওষুধ বুঝে নিবেন। যদি কোন ওষুধের অমিল থাকে তাহলে ডেলিভারি এক্সিকিউটিভ কে ফেরত দিবেন। ডেলিভারি এক্সিকিউটিভ চলে যাবার পরে পরবর্তীতে কোন মেডিসিন বা ওষুধ ফেরত দিতে চাইলে তা গ্রহণ করা হবে না।

মূল নিয়মাবলী